আ. লীগ কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না
টানা দেড় দশক রাষ্ট্রক্ষমতায় থাকার পর দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। তার এই প্রস্থান চরম সংকটে ফেলেছে, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটি আদৌও রাজনীতিতে ফিরতে পারবে কিনা, বড় হয়ে উঠছে সেই প্রশ্ন।