ভক্ত-দর্শকদের ভালোবাসায় সিক্ত সাবিনারা
সুসজ্জিদ ছাদ খোলা বাসে বড় বড় অক্ষরে লেখা চ্যাম্পিয়নস। দৃষ্টিনন্দন সেই বাহনে যেন প্রাণসঞ্চার করেন সাবিনারা। লাল-সবুজ পতাকা হাতে তাদের উচ্ছ্বাস মুগ্ধতা ছড়ায় রাজধানীর বুকে। কঠোর নিরাপত্তার মধ্যে বাসটি যখন ধীরে ধরে এগিয়ে চলছিল তখন হাত উঁচিয়ে সাবিনাদের অভিবাদন জানান ভক্তরা।