আগস্টের দ্বিতীয় সপ্তাহে বড় উত্থানের পরও কেন পতনের কবলে পুঁজিবাজার?
দেশের পুঁজিবাজারে চলমান পতনের জন্য অর্থনৈতিক নানা অস্থিরতার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাহীনতাকে দায়ী করেছেন বাজার বিশ্লেষকরা। একই সাথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি'র বিভিন্ন ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত গ্রহণকেও দায়ি বলে মনে করেন তারা। তবে সূচক ধরে রাখতে তোড়জোড় না করারও বিএসইসি'র প্রশংসা করেন তারা।