আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল: মির্জা ফখরুল
স্বাধীনতা পরবর্তী সময়ে ক্ষমতা পেয়েই আওয়ামী লীগ বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। আওয়ামী দুঃশাসনের কারণেই সে সময় মানুষের গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ৩১ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে পারেননি।