সায়েন্স ল্যাব মোড় ও সিটি কলেজ গেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অন্যদিকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগসহ বেশ কিছু দাবিতে সিটি কলেজের সামনের বিক্ষোভ করেছেন ছাত্র-ছাত্রীরা। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট। চরম ভোগান্তিতে পড়েন গন্তব্যমুখী মানুষ।