ফিলিস্তিনপন্তিদের সমালোচকদের কমলাকে সমর্থন দেওয়ার আহ্বান বার্নি স্যান্ডার্সের
বার্নি স্যান্ডার্স বলেন, ৫ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি পুনর্নির্বাচিত হন, তাহলে ইসরায়েল ও গাজা নিয়ে মার্কিন নীতি পরিবর্তনের আশা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং গর্ভপাত অধিকারের লড়াই— সবই হয় প্রচণ্ড ধাক্কা খাবে কিংবা ব্যর্থ হবে। ভেরমন্টের স্বতন্ত্র এই সিনেটর বলেন, 'আমি বুঝি, গাজার ভয়াবহ যুদ্ধের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে লাখ লাখ আমেরিকানের দ্বিমত রয়েছে। আমিও তাঁদের একজন।' অবশ্য তিনি বলেন, হামাসের ৭ অক্টোবরের নৃশংস হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করার অধিকার ইসরায়েলের রয়েছে।