২০০ শতাংশের বেশি সামরিক বাজেট বাড়াচ্ছে ইরান
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মুখে নিজেদের সামরিক বাজেট তিন গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইরান সরকার। ২৯ অক্টোবর রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সামরিক বাজেটে উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে এবং তা ২০০ শতাংশের বেশি হতে পারে। তবে এ বাজেটের পরিমাণ কত হতে পারে, তার কোনো ধারণা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।