আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্য
দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই; পূজা হবে নির্বিঘ্নে। ৭ অক্টোবর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম। আরও বলেন, দুর্গাপূজা যেন ভালভাবে হয়, সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা প্রশাসনে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি মণ্ডপে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে।