দলীয় রাজনীতি ও আমলাতন্ত্রের হাতে জিম্মি দুদক: ইফতেখারুজ্জামান
দলীয় রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত কমিশনার ও আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তাই এটিকে ঢেলে সাজানোর কথা বলেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। কমিশনের প্রথম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন কিছু আইন ও বিধি করা হবে যাতে দুদক দুর্নীতি প্রতিরোধে কার্যকর একটি সংস্থা হিসেবে গড়ে ওঠে।