ইরানের তেল সমৃদ্ধ খার্গ আইল্যান্ডে হামলা হলে কী হবে?
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। আর ঠিক এ কারণেই হঠাৎ করেই ভূ-রাজনীতিতে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে খার্গ আইল্যান্ডের নাম। পারস্য উপসাগরে অবস্থিত ছোট্ট এই দ্বীপকে বলা হয় ইরানের অর্থনীতির 'প্রাণকেন্দ্র'। কারণ এই দ্বীপে অবস্থিত 'অয়েল টার্মিনাল' দিয়েই নিজেদের প্রায় সব তেল রফতানি করে ইরান। তাই ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার সর্বোচ্চ নিশানায় রয়েছে এই দ্বীপ। ইসরায়েলি পত্রিকা হারেৎজ দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে এ ব্যাপারে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, সম্ভাব্য ইসরায়েলি হামলা হবে তাৎপর্যপূর্ণ।