ক্লাস শুরু হলেও সেশনজট নিয়ে ভাবনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
৩ মাস পর খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৬ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হলেও সেশনজটের শঙ্কায় রয়েছে শিক্ষার্থীরা। কারণ, এরইমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৫টি বিভাগে ১ থেকে ৩ বছরের সেশনজট রয়েছে। এমন অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ চান শিক্ষার্থীরা।