বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে অবৈধ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মো. শাকিল হোসেন নামের তরুণকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। ৫ অক্টোবর হাজারীবাগ থানা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। ৬ অক্টোবর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।