প্রায় দেড় হাজার প্রাণ গেল হিজবুল্লাহ-আইডিএফ লড়াইয়ে
প্রায় তিন সপ্তাহ ধরে লেবাননে হামলা বিস্তৃত করেছে ইসরায়েল। আকাশপথে হামলার পাশাপাশি পুরোদমে স্থল অভিযানও চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে মুখোমুখি তীব্র লড়াই চলছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধাদের। এখন অবধি ইসরায়েলি হামলায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে ১২ লাখ মানুষ।