শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম; ৩ জনের মৃত্যু
ঢলের পানি ভাটির দিকে নামতে থাকায় শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। নতুন করে ঢলের পানি ঢুকেছে নকলা উপজেলার নিম্নাঞ্চলেও। পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকায় প্রায় ৬০ হাজার মানুষ। এমন আকস্মিক ভয়াবহ বন্যায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় নালিতাবাড়ীতে নারীসহ তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।