আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়: সজীব ওয়াজেদ জয়
কোটা আন্দোলনে আমরা সবাই বিস্মিত হয়েছিলাম। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর প্রথমবারের মতো টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আরও বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলেছিলাম, ৩০ শতাংশ কোটা আসলেই অনেক বেশি; এটাকে ৫ শতাংশে নামানো উচিৎ। সে সময়, কেউ একজন বলেছিল, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতী। এর উত্তরে মজা করে বলেছি, সেজন্যই তো ৫ শতাংশ ছাড়ছি।