শাহরুখের মত ক্রিকেট দুনিয়ায় যাত্রা শাকিব খানের
সিনেমার অভিনেতাদের খেলাধুলার জগতে যুক্ত হওয়াটা নতুন কিছু নয়। এই যুক্ত হওয়াটা বেশির ভাগ সময় হয় কোন দলের মালিকানা কিনে। এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণটি হতে পারে বলিউড কিং শাহরুখ খান। ফ্র্যাঞ্চাইজি লিগের দল কিনে সেই বলিউড কিং এর পথে এবার হাঁটা শুরু করলেন বাংলাদেশের কিং খান খ্যাত শাকিব খান।