ইরান-ইসরাইল: সামরিক শক্তিতে কে এগিয়ে?
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা, লেবাননে ইসরায়েলের আক্রমণের পর দেশটিতে ইরানের মিসাইল হামলার ঘটনায় দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের নজর এখন ইরান-ইসরায়েল পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে? সেটি নিয়েও উদ্বেগ রয়েছে।