চীনের অর্থনীতি নিয়ে চিন্তিত শি জিন পিং, সাধারণ মানুষ কী ভাবছে?
সম্প্রতি চীনে দুটি গবেষণা হয়েছে। যাতে সাধারণ মানুষের মনোভাব, আশা, হতাশার একটা প্রতিফলন পাওয়া গেছে। সাধারণত চীনে এই ধরনের তথ্য পাওয়া মুশকিল, কারণ তাদের বেশিরভাগ আবেগ অনূভূতি, হতাশার কারণ সেন্সর করা হয়। এই দুটো জরিপে যারা অংশ নিয়েছেন, তারা একাডেমিক গবেষণার জন্য এটি গোপনীয় থাকার আশ্বাস পেয়েই তাদের মতামত প্রকাশ করেছিলেন। কিন্তু এই মতামতের ফলাফল প্রকাশ হবার পর নড়েচড়ে উঠেছে চীনের কমিউনিস্ট মসনদ। কিন্তু কেন?