সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে জানে না র্যাব
রাজধানীর গুলশানে নৃশংসভাবে ২ জনকে হত্যার ঘটনায় মূল আসামি রুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত এক হাজার ১৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় ছাড়াও আসন্ন দুর্গাপূজা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে পালিয়ে যাওয়া বিষয়েও কথা বলেছে র্যাব।