মধ্যপ্রাচ্য অশান্ত হলে অর্থনীতিতে বাংলাদেশের দুশ্চিন্তা কী?
মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। আর শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়বে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। এ বিষয়ে জানতে টিবিএস মাল্টিমিডিয়ার বিশ্লেষণ দেখার আমন্ত্রণ।