বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি আমদানি ব্যয় বাড়িয়ে দেবে: বিশেষজ্ঞ মত
ইসরায়েল-ইরান সংঘাতের কারণে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। যার প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, জ্বালানি তেলের মুল্যবৃদ্ধিতে আমদানি ব্যয় বেড়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের যে শ্রমবাজার রয়েছে সেটি সংকুচিত হবার আশঙ্কা নেই বলে মনে করেন তিনি।