‘সংস্কার কমিশনের কাজ শুরু করতে দেরি হলে বিপদ’- অধ্যাপক আনু মুহাম্মদ
গত আওয়ামী লীগ সরকারের আমলে বেসরকারী বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যাপক অর্থ লুটপাটের সুযোগ করে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের চাওয়া অনেক। তাই তাদেরকে কাজ করতে হবে স্বচ্ছভাবে। পাশাপাশি সংস্কার কমিশনগুলোর কাজ শুরু করতে দেরি হলে বিপদ হতে পারে বলেও মন্তব্য করেন অধ্যাপক আনু মুহাম্মদ।