এখনও মধ্যপ্রাচ্যে ৪৩ হাজার মার্কিন সেনা, ১২ যুদ্ধজাহাজ, ৪ স্কোয়াড্রন ফাইটার রয়েছে
মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনাসদস্য বাড়ানোর পাশাপাশি যুদ্ধবিমান এবং অন্যান্য বিমানের সংখ্যা বৃদ্ধি করেছে মার্কিন সামরিক বাহিনী। যা মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। এতে মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজারে। এ ছাড়া সেখানে ১২টির বেশি মার্কিন যুদ্ধ জাহাজও রয়েছে।