ইরান–ইসরায়েল প্রসঙ্গে চুপ রইলেন কমলা ও ট্রাম্পের দুই রানিংমেট জেডি ভ্যান্স ও টিম ওয়ালজ
বিশ্বের জন্য খুবই উত্তেজনাপূর্ন এক মুহুর্তে বিতর্কের মঞ্চে মুখোমুখি হয়েছিলেন ভাবি দুই মার্কিন ভাইস প্রেডিডেন্ট জেডি ভ্যান্স ও টিম ওয়ালজ। এই সময় সঞ্চালক দুজনকেই ইরানের সাথে সংঘাতের বিষয়ে প্রশ্ন করেছিলেন। আল জাজিরার প্রতিবেদক শিহাব রতাংশির মতে, দুজনেরই সুযোগ ছিল এটা বলার যে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চায়না, উত্তেজনা আর বাড়াতে চায়না। কিন্তু দুই পক্ষই এই সুযোগ এড়িয়ে গেছে। শিহাবের মতে, টিম ওয়ালজ কিছুটা আবোলতাবোল বলেছেন। সাথে বলেছেন কমলা হ্যারিস বিদেশনীতি বিষয়ে সেরা নেতা।