নবীনগর-চন্দ্রা সড়কে অবরোধ প্রত্যাহার হলেও ভোগান্তি কমেনি
তিন দিনের মাথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাকশ্রমিকরা। এর আগে টানা তিন দিন ধরে বকেয়া বেতন আদায় ও বেতন বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান নিয়েছিলেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২ অক্টোবর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।