জান বাঁচাতে বাঙ্কারে ইসরায়েলের মন্ত্রিসভা!
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে। এক্সে দেওয়া বার্তায় বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি, যুক্তিসংগত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।