ইসরায়েলে ইরানের অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এই দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী- আইডিএফ। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর এবিষয়ে ইসরায়েলি নাগরিকদের সতর্ক করেছে সংস্থাটি। এদিকে ইরান জানায়, ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করেই অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গাজা এবং লেবাননে নিরস্ত্র মানুষের ওপর হামলা এবং হিজবুল্লাহ ও হামাস নেতাদের হত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।