পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: সৈয়দা রিজওয়ানা হাসান
রাজধানীর সুপারশপগুলোতে পলিথিন ব্যবহার বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। ১ অক্টোবর রাজধানীর বিভিন্ন সুপারশপ ঘুরে দেখা গেছে পলিথিনের বিকল্প হিসেবে বিক্রয়কর্মীরা কাগজের ঠোঙা ও পাটের ব্যাগে করে ক্রেতাদের পণ্য দিচ্ছেন। ক্রেতাদের পণ্য বহনে সুবিধার্থে বিভন্ন মাপের পাটের তৈরি ব্যাগ সাজিয়ে রাখতেও দেখা গেছে।