গ্লোবাল ডিজিটাল ট্রেড এক্সপোতে আকর্ষণের কেন্দ্রে এআই উদ্ভাবন
গ্লোবাল ডিজিটাল ট্রেড এক্সপো আয়োজন করা হয় চীনের ঝেজিয়াং প্রভিন্সের হাংজু শহরে। এতে উপস্থাপন করা হয় বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন ক্যারেক্টারের রোবট, চীন উদ্ভাবিত নতুন এআই প্রযুক্তি, রোবটিক গাড়ি, উড়ন্ত ট্যাক্সিসহ নতুন উদ্ভাবিত ৪০০টি প্রযুক্তি।