রেগুলেটর হলে শেয়ারবাজারের সব বাধা-নিষেধ তুলে নিতাম-অধ্যাপক আবু আহমেদ
রেগুলেটর হলে শেয়ারবাজারের সব বাধা-নিষেধ তুলে নিতাম বলে মন্তব্য করেছেন, আইসিবি'র নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। সম্প্রতি টিবিএস'র এক রাউন্ড টেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য বন্ধ করার পক্ষে মত দেন। তার ভাষায়, শেয়ারবাজারের ক্ষতির সময় শেষ, নতুন দিন আসছে।