বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগের আদেশ বহাল
বেক্সিমকো গ্রুপে সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো গ্রুপের আবেদনের শুনানি শেষে ১ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।