শেষ দুইদিনেই ভারতের বিপক্ষে পরাজয় মাথা পেতে নিল বাংলাদেশ
৫ দিনের টেস্টের প্রথম ৩ দিনই ম্যাচ বন্ধ ছিল বৃষ্টির কারণে। প্রথম দিনে শুধু ৩৫ ওভার খেলা হলেও, বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিন পর্যন্ত আর মাঠে গড়ায়নি বলও। শেষ দুইদিনেও ভারতের বিপক্ষে টিকতে পারল না বাংলাদেশ। ড্র যেখানে নিশ্চিত ছিল, সেখানে এক প্রকার সুইসাইডাল হয়ে ভারতকেই জিতিয়ে দিল টাইগাররা। এ দায় কার?