লেবাননে স্থল হামলার পাশাপাশি সিরিয়ায়, ইয়েমেনেও হামলা শুরু করলো ইসরায়েল
লেবাননে স্থল অভিযান শুরুর পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তিনজন নিহত হওয়ার খবর দিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম। একইসঙ্গে ইসরালি হামলা হয়েছে ইয়েমেনেও। ফলে আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা ছিল এতোদিন তাই বাস্তবে রূপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।