নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
খুলেছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা, শিল্পাঞ্চলে আজ অধিকাংশ পোশাক কারখানা খুলে দেওয়া হলেও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। বকেয়া বেতনসহ যাবতীয় আইনগত পাওনাদি পরিশোধের দাবিতে ৩০ সেপ্টেম্বর সকাল থেকে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে এখনো বিক্ষোভ অব্যাহত রেখেছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।