আইপিএল ২০২৫ এ যা কিছু নতুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের পরবর্তী আসর বসবে ২০২৫ সালে। এখনো সূচি ঘোষণা করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে কিছু নিময় পরিবর্তনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। যার মধ্যে অন্যতম খেলোয়াড়দের জন্য ম্যাচ ফি প্রবর্তন। অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে খেলোয়াড় ধরে রাখার সীমা সংযোজন এবং ফ্রাঞ্চাইজির খরচের বরাদ্দ বৃদ্ধি।