রাবেয়ার লেগ স্পিন ও বিগ হিটিংই হবে বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস
টি-টোয়েন্টিতে চোখ ধাঁধানো পারফর্মেন্স দিয়ে খুব কম সময়েই দলের অন্যতম মূল স্তম্ভে পরিণত হন লেগ-স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। দলের অধিনায়ক নিগার সুলতানার বিশ্বাস, শুধু দলের নয়; বিশ্বের অন্যতম ফাইনেস্ট বোলার রাবেয়া।