লেবাননের পর এবার ইয়েমেনে ইসরায়েলের হামলা, নিহত ৪
লেবাননে হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে থাকা ইরান সমর্থিত হুতিদের লক্ষ্য করে এই হামলা শুরু করেছে দেশটি। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, রাস ইসা ও হোদেইদা সমুদ্রবন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধবিমানের পাশাপাশি কয়েক ডজন আকাশযানও অংশ নেয়।