বাংলাদেশি ইলিশ কিনতে পশ্চিমবঙ্গের বাজারে ভিড়; বাধা আকাশ ছোঁয়া দাম!
পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতে বাংলাদেশি ইলিশ প্রবেশ করছে ২৬ সেপ্টেম্বর রাত থেকে। ২৭ সেপ্টেম্বর ভোরেই যা পৌঁছে যায় খুচরা বাজারে। এই খবরে বাজারে বেড়েছে ক্রেতার চাপ। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে উচ্চমূল্য। কমপক্ষে এক কেজি ওজনের প্রতিটি ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে অন্তত ২ হাজার রুপিতে।