৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশন: কাশ্মীর নিয়ে শাহবাজের কঠোর হুঁশিয়ারি, দিল্লির পাল্টা জবাব
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভারতকে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ২৭ সেপ্টেম্বর তিনি বলেছেন, যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত তারা।'জবাব দেওয়ার অধিকার' অনুযায়ী সরব হন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ভাবিকা মঙ্গলানন্দন।