বিশ্বব্যাংক ও আইএফসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন অর্থ উপদেষ্টা
ব্যাংকিং, রাজস্ব কাঠামো, ভ্যাট ও জ্বালানি খাত সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএফসি। সচিবালয়ে সংস্থা দুইটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। জানান, কী পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে- তা এখনো নির্ধারণ হয়নি। কারিগরি সহায়তা প্রক্রিয়াও পরবর্তীতে ঠিক করা হবে।