এখন কেন লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল?
লেবাননজুড়ে পূর্ণশক্তিতে চলছে ইসরায়েলি তাণ্ডব। গত ১৬ সেপ্টেম্বর থেকে ক্রমাগত হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এ ছাড়া হু হু করে বাড়ছে আহতের সংখ্যাও। বাস্তচ্যুত কয়েক লাখ মানুষ। লেবানন সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লাহর ওপর হামলার প্রয়োজন রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল৷ তবে এ হামলার নেপথ্য হিসেবে তিনটি কারণকে ইঙ্গিত করছেন বিশ্লেষকরা।