বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত নিহত কত, জানাল স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর গত ১৬ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১ হাজার ৫৮১ জন নিহত এবং ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছে। ২৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে স্বাস্থ্য উপ-কমিটি, নাগরিক কমিটিসহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এ তালিকায় যুক্ত হয়নি।