ভারতে মেডিকেল ভিসায় গিয়েছেন ‘টাইগার রবি’
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে গ্যালারিতে ভারতীয় সমর্থকদের দ্বারা হেনস্থা হওয়ার অভিযোগ করেছিলেন বাংলাদেশের সুপার ফ্যান "টাইগার রবি"। হেনস্থা হওয়ার কয়েক ঘন্টা পর, টাইগার রবি নিজেই আক্রমণের বিষয়টি অস্বীকার করলে পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। তার দুর্দশার কারণ হিসেবে অসুস্থতার কথা উল্লেখ করেন তিনি।