ভারতের বিপক্ষে বৃষ্টিই যখন বাংলাদেশের ত্রাণকর্তা
দুই যুগের টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে কখনই জয়ের দেখা পায়নি টাইগাররা। ১৪ টেস্টের মধ্যে ড্র করে সর্বোচ্চ দুটিতে। সেটিও বৃষ্টির কল্যাণে। এবার কানপুর টেস্টেও বাংলাদেশের জন্য যেন ত্রাণকর্তা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হলেও, দ্বিতীয় দিনে মাঠে গড়ায়নি একটি ওভারও। বৃষ্টির কারণে পরিতাক্ত ঘোষণা করার পর অপেক্ষা এখন তৃতীয় দিনের।