মাহবুবউল-আলম হানিফের বিপুল সম্পদের উৎস কী?
১৫ বছর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দলটির নেতা মাহবুবউল-আলম হানিফের বার্ষিক আয় ছিল ২ লাখ ৪০ হাজার টাকা। পেশা ছিল ব্যবসা। ওই সময়ে তাঁর নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট, কোনো কোম্পানির শেয়ার ছিল না। ব্যাংকে ছিল না উল্লেখ করার মতো কোনো টাকা। শুধু স্থাবর সম্পত্তি হিসেবে ছিল রাজধানীর নয়াপল্টনে আট লাখ টাকা মূল্যের একটি অফিস স্পেস।