নারী শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবি
জুলাই বিপ্লবে নারী শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের আওতায় এনে শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নারী শিক্ষার্থীদরা। এসময় তাড়া জানিয়েছেন হামলাকারীদের বিচার নিশ্চিত না হলে নারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে না। ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা।