অমিত শাহ: ভয়ের সুরই যার একমাত্র সুর
অমিত শাহর রাজনৈতিক যাত্রা শুরু ১৯৮০-এর দশকে। ওই সময় তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সঙ্গে যুক্ত হন। ১৯৮২ সালে তিনি বিজেপির ছাত্র শাখা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-তে যোগ দেন। পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এবং গুজরাটে বিভিন্ন দায়িত্ব পালন করেন। রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতার কারণে অল্প সময়ের মধ্যেই দলের মধ্যে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়ে যান তিনি।