সেপ্টেম্বরের মধ্যে আরও ৩০ টন বাংলাদেশ ইলিশ পাওয়ার আশা ভারতের
দীর্ঘ প্রতীক্ষার পর সব জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে পৌঁছল বাংলাদেশের ইলিশ। ২৬ সেপ্টেম্বর ভারতের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোল সীমান্তে পৌঁছায় বাংলাদেশের ইলিশ বোঝাই প্রথম ট্রাক। কাস্টমসের অনুমোদন পেতে দেরি হওয়ায় ইলিশের দ্বিতীয় ট্রাক ভারতের সীমান্তে পৌঁছায় বিকাল ৪টার দিকে।