প্যাসেঞ্জার হয়ে না থেকে গাড়ি থেকেই নেমে গেলেন সাকিব
যেদিন আমার কাছে মনে হবে যে আমি গাড়ির ড্রাইভার না প্যসেঞ্জার, সেদিনই আমি খেলা ছেড়ে দিবো – বছরখানেক আগে কথাটি বলেছিলেন সাকিব আল হাসান। ২৬ সেপ্টেম্বর টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজের অবসরের কথা জানান দিয়ে তিনি বুঝিয়েই গেলেন, প্যাসেঞ্জার হয়ে থাকার চেয়ে সেই গাড়িতে না চড়াই ভালো।