ক্লিনটন ইনিশিয়েটিভ মঞ্চের তৃতীয় তরুণ কি আওয়ামী লীগের কেউ?
ড. ইউনূসের আহ্বানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং তার বিশেষ সহকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং আরও একজন তরুণ মঞ্চে ওঠেন।প্রথম দুইজন তার সফরসঙ্গী হলেও, তালিকায় ছিল না তৃতীয় ব্যক্তির নাম ।অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়, ফলে তৃতীয় ওই তরুণের পরিচয় এবং মঞ্চে ওঠা নিয়ে প্রশ্ন তৈরি হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।